নোটিশ
সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্টস্ সোসাইটি সকলের রিফান্ড আবেদনের টাকা ফেরতে বদ্ধ পরিকর। সোসাইটি এরই মধ্যে মোট ৬৫৫ জনের অর্থ ফেরত দিয়েছে, যা মোট রেজিস্ট্রেশন এর ৮০% এরও অধিক। বাকিদের অর্থও পর্যায়ক্রমে ফেরত দিতে সোসাইটি কাজ করে যাচ্ছে।
এখানে সকলেই অবগত যে, একটি অনুষ্ঠানের আয়োজনে বেশ কিছু প্রারম্ভিক খরচ হয়। সেরূপ সোসাইটিরও নিজস্ব ওয়েবসাইট, প্রোগ্রামের থিম সং, বিভিন্ন গিফট বাবদ অ্যাডভান্স, অন্যান্য ইত্যাদি বাবদ বেশ কিছু খরচ হয়েছে। এছাড়াও সোসাইটি প্রতি জনের থেকে ৯৭৭/- টাকা পেলেও ২৩/- টাকা ভর্তুকি দিয়ে পূর্ণ ১০০০/- টাকা রিফান্ড করছে। এটা একটা বিশাল ঘাটতি, যা সোসাইটির কিছু সদস্য নিজেদের দায়িত্বের জায়গা থেকে ব্যক্তিগতভাবে পূরণ করতে অঙ্গীকার বদ্ধ। এমতাবস্থায় যারা এখনও রিফান্ড পাননি, সোসাইটির পক্ষ থেকে তাদেরকে আরেকটু ধৈর্য্য ধারণ করতে অনুরোধ করা যাচ্ছে। ইনশাল্লাহ আগামী ৩১/১০/২০২৫ ইং এর মধ্যে পর্যায়ক্রমে বাকি সকলের টাকা ফেরত দেয়া হবে।
ধন্যবাদান্তে,
দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্টস্ সোসাইটি